সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও-ঈদগড় সড়কে যুবক অপহরণ : ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী

ঈদগাঁও-ঈদগড় সড়কে যুবক অপহরণ : ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে তারেকুর রহমান নামের এক যুবক অপহৃত হয়েছে। সোমবার রাত পৌন ১২টার দিকে পানেরছড়া ঢালায় এ ঘটনা ঘটে। তারেক ঈদগড় ধুমছাকাটার ওসমানের ছেলে।


ঈদগড় ১নং ওয়ার্ড এমইউপি খোরশেদ আলম জানান,সোমবার রাতে তারেক তার টমটম অটো রিকশা নিয়ে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। এই সময় তার সঙ্গে ছিলেন শহিদুল ইসলাম, জাহেদ ও আব্দুল খালেক নামে আরো তিন যুবক। পথিমধ্যে পানেরছড়া ঢালা অপহরণ কারীদের কবলে পড়েন তারা।

 

অপহরণকারীরা আব্দুল খালেক ও জাহেদকে ছেড়ে দিলেও তারেক ও শহিদুলকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। ভোরে অপহরণ কারীদের কবল থেকে পালিয়ে আসে শহিদুল। বর্তমানে তারেকের পরিবারের কাছে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্ররা। অপহৃত তারেক স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমের বোনের ছেলে।


পরিবার সূত্র মতে, আগামী শুক্রবার তারেকের বিয়ের দিন বিয়ের দাওয়াপত্র অর্ডার করতে বন্ধু শহিদুলকে নিয়ে ঈদগাঁও বাজারে গিয়েছিলেন তিনি। ঘটনার পর থেকে পুলিশ অভিযান অব্যা হত রেখেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/