সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় হোম কোয়ারান্টাইনে না থাকায় একজনকে জরিমানা

লামায় হোম কোয়ারান্টাইনে না থাকায় একজনকে জরিমানা

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় মালয়েশিয়া ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার সদরে ছোট নুনারবিল মার্মা পাড়ার ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ জান্নাত রুমি জানান, গত ১৭ মার্চ মালয়েশিয়া হতে ওই ব্যক্তি দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লামা বাজারস্থ ছোট নুনারবিল মার্মা পাড়ার মালয়েশিয়া প্রবাসি মেমং মার্মা ওই পাড়ার হ্লাপুইমং মার্মার ছেলে। এসময় লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/