সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে লামায় গণমানববন্ধন

শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে লামায় গণমানববন্ধন

Rafiq - Lama 18-1-16 (news 1pic)f2 (2)মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

ঘুমধুম থেকে দুদুকছড়া পর্যন্ত গণমানববন্ধন অংশ হিসেবে লামায় গণ-মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির যথাযথ দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরাম এর যৌথ উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা বাজার থেকে সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার পর্যন্ত ৫০ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও প্লেকার্ডসহ কয়েক হাজার সর্বস্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন।

গণমানববন্ধন এর পরিচালনা কমিটি’র লামা উপজেলার সাধারণ সম্পাদক চংপাত প্রেুা জানান, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতল অঞ্চলে আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ সীমান্তের ঘুমধুম থেকে উত্তর সীমান্তের দুদুকছড়া পর্যন্ত বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার উপজেলা ও ইউনিয়নের ৪০০ কিলোমিটার ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন পালন করেছে তারা।

সরকার অতি বিলম্বে তাদের দাবি মেনে না নিলে আরো বড় কর্মসূচী ডাক দিবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরাম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/