সাম্প্রতিক....
Home / জাতীয় / শেখ হাসিনার উপস্থিতিতে উচ্ছ্বসিত সোহরাওয়ার্দী উদ্যান

শেখ হাসিনার উপস্থিতিতে উচ্ছ্বসিত সোহরাওয়ার্দী উদ্যান

বর্ণিল আয়োজনে শুরু হলো আওয়ামী লীগের ২১তম সম্মেলন। কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। বেলা ৩টায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী পর্বের সাংস্কৃতিক আয়োজনে বাঙালি কৃষ্টি ও ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হলেন জননেত্রী। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস ছড়িয়ে পড়লো উদ্যানের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে।

শুরুতেই দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দলীয় প্রধান শেখ হাসিনা। তার সঙ্গে পতাকা তোলেন সারাদেশের ৭৮ সাংগঠনিক ইউনিটের নেতারা। এসময় শান্তির পায়রা ও বেলুন উড়ানো হয়।

কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করেন। এরপরই শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে ৫২, ৬৯ কিংবা ৭১। ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। সাংস্কৃতিক মঞ্চে যখন পরিবেশিত হলো ৭৫ এর ভয়াল রাত। অদৃশ্য এক আবেগ ছুঁয়ে যায় প্রতিটি প্রাণে।

পরে দলের সাধারণ সম্পাদক সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। গেল ৩ বছরে সাংগঠনিক অর্জনের নানা বিষয় তুলে ধরেন তিনি।

১০২ ফুট দীর্ঘ সম্মেলনের মূলমঞ্চ তৈরি করা হয়েছে নৌকার আদলে। সামনে পদ্মা নদীর আবহ। রয়েছে স্বপ্নের পদ্মা সেতু, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধ।

বর্ণাঢ্য এ আয়োজনে উদ্বেলিত দলের নেতাকর্মীরা। আগামীকাল কাউন্সিল অধিবেশনে নির্বাচিত হবেন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব।

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/01/Supreme-Court-.jpg

রমজানে স্কুল খোলা থাকবে

অনলাইন ডেস্ক :রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/