সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সংসদ নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাফর আলম

সংসদ নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাফর আলম

কক্সবাজার-১ আসন থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন নিলেন ১৫ জন আ’লীগ নেতা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। টানা পাঁচ বছর প্রচারণায় নিরব বিএনপি তফসিল ঘোষণার পরও ১১ নভেম্বর পর্যন্ত সরব হয়নি কক্সবাজার-১ (চকরয়িা-পেকুয়া) আসনে। পক্ষান্তরে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রার্থী হতে রাজাধানী ঢাকায় অবস্থান করছে এই জোটের সম্ভাব্য প্রার্থীসহ সিংহভাগ নেতা। শুধুমাত্র আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ১৫জন নেতা।

আওয়ামীলীগ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ (সিআইপি), চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খালেদ মোহাম্মদ মিথুন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে কুলসুম মিনু, জেলা আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম সজীব, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট ফয়সান ছিদ্দিকী।

মহাজোটের অংশীদার জেপি’র (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাংসদ সালাহউদ্দিন মাহামুদ, জাতীয় পার্টি থেকে বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো.ইলিয়াছ।

জেপি নেতা সালাহউদ্দিন মাহামুদ বলেন, আমার দলের নেতা আনোয়ার হোসেন মঞ্জু প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার সাথে দেখা করে বলেছেন, আমার দল মহাজোটের অংশ ও দলীয় প্রতিক থাকলেও আমাদের দলের প্রার্থীরা মনোনয়ন পেলে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন। এতথ্য নির্বাচন কমিশনকেও জানিয়ে দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, ১৯৭৩ সালের পরবর্তী সময়ে কক্সবাজার-১ আসনে আওয়ামীলীগের কোন প্রার্থী জয়লাভ করেননি। এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে টানা ১০ বছর ধরে মাঠে-ময়দানে ও সাংগঠনিকভাবে কাজ করে আসছি। আশাকরি আমি দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হয়ে এই আসনটি দীর্ঘ ৪৫ বছর পর আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু নিজে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেও তিনি মুঠোফোনে কক্সভিউ ডট কম’কে বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম মনোনয়ন প্রাপ্তির গ্রীণ সিগনাল পেয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দলীয় মনোনয়ন সংগ্রহ পূর্বক পুরণ করে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার হাতে জমা দিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/