সাম্প্রতিক....
Home / জাতীয় / ২০২১ সালে উন্নত, ২০৪১ সালে সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী

২০২১ সালে উন্নত, ২০৪১ সালে সমৃদ্ধ দেশ: প্রধানমন্ত্রী

পাবনা পুলিশ লাইনস মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে উন্নত ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ জুলাই, শনিবার বিকেল ৩টার দিকে পাবনা পুলিশ লাইনস মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট দিয়েছিলেন, তাই কাজ করার সুযোগ পেয়েছি। আগামী নির্বাচনে আপনারা যদি নৌকা মার্কায় ভোট দেন, আমরা আবার ক্ষমতায় আসব। আবার আপনাদের সেবা করার সুযোগ পাব। আমি জানতে চাই, আপনারা নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কি না, আপনারা হাত তুলে দেখান।

আমি আপনাদের অনুরোধ করব, যে ওয়াদা আপনাদের দিয়েছি, নিশ্চয় তা পূরণ করব। নিশ্চয় এ দেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। আমরা এখন উন্নয়নশীল দেশ। কারো কাছে ভিক্ষা করে চলব না। ইনশাল্লাহ এ বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে উন্নত দেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব। লাখো শহিদের রক্তে অর্জিত এ স্বাধীনতা বৃথা যেতে পারে না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, সাড়ে ৭ কোটি মানুষকে কেউ দাবায়া রাখতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই, কেউ দাবায় রাখতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই। আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হউক।’

এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে ডিজিটাল বোতাম চেপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেন তিনি।

ওই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, রাশিয়া কনফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বোরিসভ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি প্রমুখ।

গত বছরের ৩০ নভেম্বর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অভিজাত ‘নিউক্লিয়ার ক্লাবের’ সদস্য হওয়ার গৌরব অর্জন করে।

সরকারের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ান নকশায় তৈরি সর্বাধুনিক নিরাপত্তার মাধ্যমে ‘ভিভিইআর ১২০০’ প্রযুক্তির রূপপুরের দুটি ইউনিটের প্রতিটিতে এক হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।

এর মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট উৎপাদনে আসার কথা ২০২৩ সালের মে-জুনে। ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আসবে।

দুই ইউনিট মিলিয়ে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা)।

রুশ সহযোগিতায় নির্মিতব্য এ প্রকল্প বাস্তবায়নে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রুশ প্রতিষ্ঠান রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তি করে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন।

২০১৩ সালের শুরুতে শেখ হাসিনার রাশিয়া সফরের সময় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারিগরি গবেষণার জন্য রাশিয়ার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার একটি চুক্তি হয়। পরবর্তী সময়ে ওই বছরই অক্টোবরে রূপপুরে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সূত্র:শেখ নোমান-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/01/Supreme-Court-.jpg

রমজানে স্কুল খোলা থাকবে

অনলাইন ডেস্ক :রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/