সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ৮ জুলাই; ইতিহাসের এইদিনে

৮ জুলাই; ইতিহাসের এইদিনে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/07/Sports-Sourav-Ganguly-Birthday-Day.jpg?resize=540%2C330&ssl=1
ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই এর বর্তমান সভাপতি এবং উইসডেন ইন্ডিয়ার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৭২ সালের এই দিনে কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক :
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা ভালো, যা মন্দ এবং মানবসভ্যতার জন্য অভিশাপ-আশীর্বাদ। পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

ঘটনাবলী :

  • ১৪৯৭ – ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।
  • ১৭৬০ – ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।
  • ১৮৫৮ – সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
  • ১৯১৮ – ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
  • ১৯২০ – ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।
  • ১৯৩৭ – তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।
  • ১৯৪৮ – আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।
  • ১৯৭২ – প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।
  • ১৯৯০ – আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।
  • ২০০৬ – দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।
  • ২০১৮ – বাংলাদেশ সংবিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয়।

জন্ম :

  • ১৮৩৯ – জন রকফেলার,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদী।
  • ১৮৯২ – ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।
  • ১৯১৪ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
  • ১৯৩৯ – মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।
  • ১৯৪৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।
  • ১৯৫১ – অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।
  • ১৯৬৬ – রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৭২ – সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।
  • ১৯৮১ – আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমিলা টেনিস তারকা।

মৃত্যু :

  • ১৮২২ – পার্সি বিশি শেলি, ঊনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি।
  • ১৮৫৫ – মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।
  • ১৮৭৭ – বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান।
  • ১৯৩৩ – ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।
  • ১৯৪৮ – ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
  • ১৯৬৭ – ভিভিয়েন লেই, অস্কার বিজয়ী বৃটিশ অভিনেত্রী।
  • ১৯৯৪ – উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সেদেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব কিম ইয়েল সুং।
  • ১৯৯৭ – আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।
  • ২০০১ – অমিয়ভূষণ মজুমদার, বাঙালি কথাসাহিত্যিক।
  • ২০০৩ – সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার।
  • ২০০৬ – জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।
  • ২০১১ – আমিনুল ইসলাম, বাংলাদেশী চিত্রশিল্পী।
  • ২০১৫ – আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।
  • ২০২২ – শর্মিলী আহমেদ বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।
  • ২০২২- খুরশিদ আলম খান, বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।
  • ২০২২ – শিনজো আবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

ছুটি ও অন্যান্য :

  • ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র উদ্যোগে, পালিত হয় ‘জ্যোতিষ বিরোধী দিবস’
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Sagar-23-4-2024.jpeg

ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ঘোষণা : রিয়াজ সহ-সভাপতি মনোনীত

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/