সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তিনদিন ব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

ঈদগাঁওতে তিনদিন ব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তৃতীয়বারের মত ঝাকঁজমকপূর্ণ পরিবেশে তিনদিন ব্যাপী বইমেলার আনুষ্টানিক উদ্বোধন হয়েছে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী চত্ত্বরে ফ্রেন্ডস এ ওয়ান এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন কক্সবাজারের কবি কামরুল হাসান।

এ মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন -ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোজাম্মেল হক ফরাজী, কবি আবু নাছের ভুট্রো, রাজনীবিদ এডভোকেট একরামুল হুদা, কবি তৌহিদা আজিম।

অনুষ্টানের পরপরেই ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অসংখ্য ছাত্রছাত্রী, কবি সাহিত্যিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিদিন বিকেলে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে বলে আয়োজক কমিটির প্রধান জানান। উক্ত বইমেলায় প্রায় ডজনাধিকটির মত ষ্টল বসে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের; কক্সভিউ ডট কম; https://coxview.com/press-conference-election-sagar-30-4-24/

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/