সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজার সদর হাসপাতালে ১৩৯ নতুন নার্স : ওরিয়েন্টশন কোর্সে শতভাগ সেবাদানের প্রতিশ্রুতি

কক্সবাজার সদর হাসপাতালে ১৩৯ নতুন নার্স : ওরিয়েন্টশন কোর্সে শতভাগ সেবাদানের প্রতিশ্রুতি

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

‘আজ ১৩৯ জন নার্সের যোগদানের কারনে কক্সবাজার হাসপাতাল প্রাণ ফিরে পেয়েছে আর মুখরিত হয়ে উঠেছে। নার্স সংকটের দুর্নাম কাটিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে সরকার। এখন কক্সবাজার সদর হাসপাতালে শতভাগ নার্সিং সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে।’

২৫ জানুয়ারী সদ্য যোগদানকারি ১৩৯ জন নার্সের ওরিয়েন্টশন কোর্সে সিভিল সার্জন ডা: পূঁ চ নু একথা বলেন। সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মো: আখতারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল করিম বলেন-‘নার্স হচ্ছে হাসপাতালের প্রাণ। হাসপাতালে নার্সরা সার্বক্ষণিক রোগিদের পাশে থেকে সেবা প্রদান করে। নার্সদের যথাযথ সেবার মাধ্যমে রোগিরা দ্রুত সুস্থ্য হয়ে উঠেন। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিয়ে যথাযথ মূল্যায়ন করেছেন। আর সারা দেশে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকার।’

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: সুলতান আহমদ সিরাজি, ডা: আয়ুব আলী, নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার অঞ্জলী দে, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি দৌলতুন্নেছা, সাধারণ সম্পাদক ছবি চক্রবর্তী ও জেলা পাবলিক হেলথ নার্স ফুলেন তনু।

এ সময় কক্সবাজার সদর হাসপাতালে নতুন ১৩৯ জন নার্স যোগদানের জন্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করার জন্য সিভিল সার্জন ডা: পূঁ চ নু সহ অন্যান্য কর্মকর্তা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি দৌলতুন্নেছা ও সাধারণ সম্পাদক ছবি চক্রবর্তী।

সদর হাসপাতালে অভিসিক্ত ১৩৯ জন নার্স রোগিদের শতভাগ সেবা প্রদানে নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওরিয়েন্টশন কোর্সে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/