সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বনবিভাগের ফের অভিযানে ১৫ অবৈধ বসতি উচ্ছেদ

চকরিয়ায় বনবিভাগের ফের অভিযানে ১৫ অবৈধ বসতি উচ্ছেদ

ফাইল ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার বরইতলী বনবিটের বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা ১৫টি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

হারবাং ও বরইতলীর বিট কর্মকর্তা মোস্তাফিজুল হকের নেতৃত্বে বনবিভাগের বনপ্রহরী ও ভিলেজাররা এ অভিযানে অংশ নেন।

গতকাল সোমবার বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় এ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মাণ করা ১৫টি বসতঘর উচ্ছেদ করা হয়।

হারবাং ও বরইতলীর বিট কর্মকর্তা মোস্তাফিজুল হক বলেন, অবৈধ বসতি উচ্ছেদের পর বেহাত হওয়া অন্তত ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।তিনি আরো বলেন, অবৈধ বসতি উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/