সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / ব্রেন টিউমার কী ও প্রাথমিক লক্ষণ

ব্রেন টিউমার কী ও প্রাথমিক লক্ষণ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/11/Health-Brain-Tumor.jpeg?resize=600%2C400&ssl=1

ব্রেন টিউমার কী ও প্রাথমিক লক্ষণ

অনলাইন ডেস্ক :
ব্রেন টিউমার একটি মরণব্যাধি। মস্তিষ্কের অস্বাভাবিক কোষগুলির একটি গোষ্ঠী বা ভর একটি মস্তিষ্কের টিউমার বলে। ব্রেন টিউমার থেকে ক্যান্সারও হতে পারে। যখন মাথায় এই টিউমার বৃদ্ধি পায় তখন মস্তিষ্কের ভেতরে চাপ বেড়ে যায়, যা মস্তিষ্ককে ক্ষতিগ্রস্থ করে।

ব্রেন টিউমার মস্তিষ্কে কোষের সংগ্রহ বা বস্তু। যখন কোষের বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন ব্রেন টিউমার সৃষ্টি হয়। ব্রেন টিউমার দুই ধরনের হয়। এক হল ক্যান্সারযুক্ত অর্থাৎ ম্যালিগন্যান্ট আরেকটি ক্যান্সারহীন অর্থাৎ বিনাইন। ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার বৃদ্ধি পেলে তা মস্তিষ্কের ভিতরে চাপ বাড়িয়ে তোলে। এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।

টিউমার বিভিন্ন কারণের জন্য হতে পারে। ব্রেন টিউমার তখনি হয় যখন মস্তিষ্কের স্বাভাবিক কোষগুলির ডিএনএ-তে কোনো ত্রুটি থাকে। শরীরের কোষগুলি ক্রমাগত বিভক্ত হয়ে যায় এবং মরে যায়। যার পরিবর্তে অন্য কোষ সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে নতুন কোষ সৃষ্টি হয়ে যায় তবে দেখা যায় পুরনো কোষগুলি সম্পূর্ণভাবে বিনষ্ট হয় না। যার ফলে এই কোষগুলি জমাট বেঁধে টিউমারের হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় বংশগত কারণে ব্রেন টিউমার হয়ে থাকে। অর্থাৎ বাবা, মা বা আত্মীয় কারও ব্রেন টিউমার থাকলে।

ব্রেন টিউমারের কারণ এখন পর্যন্ত অজানা। খারাপ টিউমার শরীরের অন্য জায়গা থেকে ক্যান্সারের রূপ নিয়ে ব্রেনের মধ্যে চলে যায়। বংশগত কারণেও ব্রেন টিউমার হতে পারে। কিছু টিউমার আছে ছোটদের বেশি হয়, আবার কিছু টিউমার আছে যা ৬০ বছরের ওপরে গেলে বেশি হয়।

টিউমারটির অবস্থানের সাথে নির্দিষ্ট কিছু লক্ষণ থাকতে পারে :

  • ব্রেন টিউমার হলে তীব্র মাথা ব্যথা হয় এবং তা সহ্য ক্ষমতার বাইরে চলে যায়।
  • ব্রেন টিউমারের মাথা ব্যথা সাধারণত সকালের দিকে হয় এবং পরে তা ক্রমাগত হতে থাকে।
  • কোনো কারণ ছাড়া বমি হওয়া এবং তীব্র মাথা ব্যথার সঙ্গে বমি ভাব ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে।
  • কথা বলতে অথবা শুনতে সমস্যা হতে পারে।
  • শরীরের একপাশে বাহু বা পায়ে দুর্বলতা
  • মাথা ঘোরায় যার ফলে পড়ে যাওয়ার সম্ভবনা থাকে।
  • ব্যক্তির আচরণে পরিবর্তন দেখা যায়।
  • ভুলে যাওয়া ব্রেন টিউমারের লক্ষণ হিসাবে ধরা হয়।
  • স্তন্যদান এবং মহিলাদের মধ্যে মাসিক চক্র পরিবর্তন।
  • গিলতে সমস্যা, মুখের দুর্বলতা এবং অসাড়তা
  • ডবল দৃষ্টি
  • ঘন ঘন রেডিয়েশন অথবা এক্স-রে নেওয়া হলে এই রোগের সমস্যা দেখা দিতে পারে।

ব্রেন টিউমার হলে আমাদের চিকিৎসার হাত ধরতেই হবে। তবে আমরা এই রোগের হাত থেকে নিজেদের বাঁচাতে পারি একটু সতর্কত হলেই। ব্রেন টিউমারের হাত থেকে বাঁচতে নিচের জিনিসগুলোর উপর একটু খেয়াল রাখুন।

ব্রেন টিউমারের হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকের উচিত অতিরিক্ত স্ট্রেস না নেয়া।

  • নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা গভীরভাবে ঘুমানো।
  • রেডিয়েশন থেকে দূরে থাকা।
  • অতিরিক্ত পরিমাণ জাঙ্ক ফুড খাওয়া পরিহার করা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা।
  • ধূমপান, নেশা বা অ্যালকোহল ত্যাগ করা।
  • নিয়মিত প্রচুর পরিমাণে পানি পান করা।
  • নিয়মিত ব্যায়াম করা। কারণ নিয়মিত ব্যায়াম বিভিন্ন রোগের হাত থেকে আমাদের সুস্থ রাখতে সহায়তা করে।
  • দীর্ঘক্ষণ মোবাইল এবং কম্পিউটারের সামনে না থাকা।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/09/Health-Decreased-Sexual-Desire.jpg

যে কারণে যৌন আকাঙ্ক্ষা কমে

অনলাইন ডেস্ক : মানুষ মাত্রই যৌনাকাঙ্ক্ষা রয়েছে। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের যৌনাকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক। আর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/