সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড

সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড

soudia

এক নাগরিককে হত্যার দায়ে সৌদি আরবের প্রিন্স তুর্কি বিন সাউদ আল কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আদালত। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কীভাবে ও কোথায় এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে সৌদি আরবে মৃতুদণ্ড কার্যকর করা হয়ে থাকে।

তিন বছর আগে রাজধানী রিয়াদের বাইরে তুহমামা শহরতলীতে বচসার এক পর্যায়ে এক তরুণকে হত্যা করেছিলেন প্রিন্স তুর্কি বিন সৌদ। এ ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় একটি সৌদি আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টও পরবর্তীতে সে রায় বহাল রাখে।

এর আগে নিহত তরুণের পরিবারকে রক্তপণ গ্রহণ করে প্রিন্সকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ওই পরিবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিরপরাধ মানুষের রক্ত যেই ঝড়াক না কেন তাকে আইনের আওতায় সাজা পেতেই হবে।

প্রসঙ্গত, চলতি বছর এ নিয়ে দেশটিতে ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে রাজপরিবারের সদস্যদের এ রকম চরম দণ্ড দেওয়ার নজির খুবই কম।

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/