সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / হেমন্ত মানে

হেমন্ত মানে

-: আমিনা আক্তার :-

হেমন্ত মানে-

নীলাভ আকাশে মেঘেরা ভাসে।

পাখিরা করে গান সারাবেলা।

হেমন্ত মানে-

মিষ্টি রোদ শীতল হাওয়া।

এ যেন অন্য রকম ভালোলাগা।

হেমন্ত মানে-

শিউলী- দোলন চাঁপার গন্ধে

মাতাল হাওয়া।

হেমন্ত মানে-

নদীর ধারে কাশফুলের মেলা।

বাতাসে দোল খায় সারাবেলা।

হেমন্ত মানে-

কুয়াশার চাদর ঢাকা,

আমার সোনার বাংলা।

হেমন্ত মানে-

ফসলের উপর সোনালী রোদ।

পাকা ধানের সুগন্ধে ভরা চারপাশ।

হেমন্ত মানে-

নতুন ফসলের আনন্দে,

কৃষাণ-কৃষাণীর মুখে হাসি।

হেমন্ত মানে-

পিঠে পায়েশের নিমন্ত্রণ।

ছোট বড় সবাই হাসিখুশি।

হেমন্ত মানে-

কবির মনে আনন্দ,

ছন্দে, ছন্দে, লিখে কবিতা।

যেন কবিতা লেখার পালা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/