Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ক্রীড়া / ‘আমি উইকেট দেখে খুশি হই না’

‘আমি উইকেট দেখে খুশি হই না’

সাংবাদিকদের সামনে বরাবরই কম কথা বলেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ-না দিয়েই উত্তর শেষ করেন। তবে প্রশ্ন যদি হয় উইকেট নিয়ে, সে উত্তর যেন আরও ছোট হয়ে যায়। দ্বিতীয় টেস্টের উইকেট সম্পর্কে নিজের মনের কথাও অল্প কথায় জানিয়ে দিলেন এই বাঁ-হাতি পেসার।

ব্লুমফন্টেইনের উইকেট কেমন দেখলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে, সেই পরিচিত মুস্তাফিজ ও তার সংক্ষিপ্ত উত্তর। বলেন, ‘উইকেট সেভাবে দেখিনি। পাশ দিয়ে হেঁটে গেছি। যতটুকু দেখেছি মনে হলো গত ম্যাচের উইকেটের চেয়ে এটা অনেক ভালো।’

পচেফস্ট্রুমে প্রথম টেস্টের উইকেটের তুলনায় ব্লুমফন্টেইনের উইকেট কিছুটা পেস সহায়ক হতে পারে, এমনটাই জানা গেছে। স্বাভাবিকভাবেই পেসার হিসেবে এতে খুশি হওয়ার কথা কাটার মাস্টারের। কিন্তু তার মতে, উইকেট দেখে খুশি হওয়ার কিছু নেই, খেলতে হবে নিজেকেই। বলেন, ‘আমি উইকেট দেখে খুশি হই না। বল অনেক দ্রুত যাবে, তার জন্য যে আমি খুব খুশি হব, ব্যাপারটা এমন নয়। আমি খেললে আমার কাজ হলো, আমি কীভাবে ভালো করব সে চেষ্টা করা। ভালো বল করলে আমার দলের উপকার হবে। সব সময় এ ভাবনাটাই মাথায় থাকে।’

৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়া প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র তিন উইকেট পেলেও প্রথম টেস্টে পেসারদের মধ্যে মুস্তাফিজের বোলিংই চোখে পড়ার মত ছিল। আর এই পারফরমেন্সই দ্বিতীয় টেস্টেও আত্মবিশ্বাস জোগাবে।

সূত্র:মেহেরিনা কামাল মুন-priyo.com;ডেস্ক।

Leave a Reply

%d bloggers like this: