Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ক্রীড়া / ঈদগাঁওতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের কার্যক্রম পরির্দশনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

ঈদগাঁওতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের কার্যক্রম পরির্দশনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ মাঠে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের কার্যক্রম ১৪ অক্টোবর সকালে পরির্দশন করলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: নোমান হোসেন।

এ সময় সাথে ছিলেন- সদর উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবদুস সালাম, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর। পরে তিনি ঈদগাহ ফরিদ আহমদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ গোলাম মোস্তফার সাথে এ ব্যাপারে মতবিনিময় করেন।

১৫ অক্টোবর বিকেল চারটায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের ভিক্তি প্রস্তর স্থাপন অনুষ্টান হতে যাচ্ছে। এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন -কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল।

সভাপতিত্ব করবেন- কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন। এটি বাস্তবায়নের জাতীয় ক্রীড়া পরিষদ ও ব্যবস্থাপনায় সদর উপজেলা ক্রীড়া সংস্থা।

উক্ত অনুষ্টানে জনপ্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবি সহ সুশীল সমাজের প্রতিনিধিদেরকে কলেজ মাঠে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Leave a Reply

%d bloggers like this: