সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ঈদগড়ে নাম্বারবিহীন মোটর সাইকেলের ছড়াছড়ি

ঈদগাঁও-ঈদগড়ে নাম্বারবিহীন মোটর সাইকেলের ছড়াছড়ি

ফাইল ফটো

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন ঈদগড়ের সড়ক ও উপসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নাম্বারবিহীন মোটর সাইকেল। এসব বিষয়ে দেখার কেউ না থাকার সুযোগে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। সে সাথে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল চালানোর সময় চালকরা মোবাইলে কথা বলা থামাচ্ছেনা কোন ভাবেই।

যার ফলে, ঈদগাঁও-ঈদগড়ের বিভিন্ন সড়কে ছোট-বড় দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মোটর সাইকেলে রেজিষ্ট্রেশন না থাকায় অপরাধ অপকর্ম সংগঠিত করার পর স্থানীয় প্রশাসন যেমন সহজেই তাদেরকে সনাক্ত করতে পারছেনা, তেমনি নাম্বার বিহীন এবং ড্রাইভিং লাইসেন্স সহ রেজিষ্ট্রেশন বাবদ সরকার বঞ্চিত হচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে। পাহাড়ী এলাকা ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে চলে ভাড়ায় চালিত মোটর সাইকেল।

তবে স্থানীয় প্রশাসন এসব নাম্বার বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে না কেন এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সচেতন এলাকাবাসীর মাঝে। অপরদিকে বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জের নানা সড়ক-উপসড়কে (অনটেস্ট) মোটর সাইকেল যত্রতত্র স্থানে ছেয়ে গেছে। বিশাল এলাকা জুড়ে শতকরা চল্লিশ ভাগ নাম্বার বিহীন গাড়ী সড়কে প্রতিনিয়ত চলাচল করছে বলে এমনটাই অভিমত ব্যক্ত করেন সচেতন লোকজন। মোটর সাইকেল এলাকা জুড়ে প্রায়শঃ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সচেতন মহলের মতে, বৃহত্তর ঈদগাঁও এলাকায় নাম্বার বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান এখন সময়ের দাবী। প্রশাসনের সদিচ্ছা থাকলে এসব অভিযান পরিচালনা করা সম্ভব বলে মনে করেন তারা।

এদিকে এসব অনটেষ্ট মোটর সাইকেল সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত পূর্বক অভিযান পরিচালনা করার জোর দাবী জানান এলাকাবাসী। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/