সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় কলেজ নাইট গার্ডের মোবাইল ছিনতাই

চকরিয়ায় কলেজ নাইট গার্ডের মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইয়ের শিকার হয়েছে আবু তাহের (৫৫) নামে ডুলাহাজারা কলেজের নাইট গার্ড। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাকে মারধর করে তার ১৫ হাজার টাকা দামের মোবাইল সেট ছিনিয়ে নেয়। তাহের ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ডুলাহাজারা কলেজে নাইট গার্ড হিসেবে কর্মরত আছেন।

ছিনতাইয়ের শিকার আবু তাহের জানান, প্রতিদিনের মতো ডিউটি করতে রাত সাড়ে ৯টার দিকে কলেজ গেইট এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক আমার গতিরোধ করে। এসময় তারা আমাকে মারধর করে হাতে থাকা মোবাইল সেট ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রাতের অন্ধকারে তাদের ছিনতে না পারলেও এলাকার কিছু বখাটে ছেলেরা হয়তো এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তবে এসব ঘটনার সাথে কারা জড়িত খুঁজে বের করা হবে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/