সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / অজ্ঞান পার্টির খপ্পরে ঈদগাঁওর শিক্ষক, প্রাক্তন সাংবাদিক শাহজাহান সিরাজ

অজ্ঞান পার্টির খপ্পরে ঈদগাঁওর শিক্ষক, প্রাক্তন সাংবাদিক শাহজাহান সিরাজ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/02/Shajahan-siraj-Sagar-13-2-22.jpg?resize=620%2C349&ssl=1

ঈদগাঁওর শিক্ষক, প্রাক্তন সাংবাদিক শাহজাহান সিরাজ

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের নবগঠিত উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষকও সাবেক এক সাংবাদিক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে।

১২ই ফেব্রুয়ারি জুহুরের পর শিক্ষক ও প্রাক্তন সাংবাদিক শাহজাহান সিরাজ তাঁর কর্মস্থল ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে নিজের কক্সবাজারের বাসায় ফেরার পথে চলন্ত গাড়ি তে হঠাৎ বেহুঁশ হয়ে পড়ে যান। তাঁর মোবাইল ফোন থেকে এক ব্যক্তি পরিবারে এই সংবাদ পৌঁছিয়ে দেন। পরবর্তীতে বাস টার্মিনাল থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেও চিকিৎসক জ্ঞান হারানোর কারণ উদঘাটন করতে পারেনি।

একইদিন রাত প্রায় দশটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে তিনিই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শাহজাহান সিরাজের জ্ঞান ফিরেছে, বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধীন বলে জানালেন।

উল্লেখ্য, শাহজাহান সিরাজ ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার সন্তান। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘবছর সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। চট্রগ্রামের সু-প্রভাত বাংলাদেশ, দৈনিক সৈকত ও আজকের দেশবিদেশ পত্রিকায় দীর্ঘকাল সততার সাথে কাজ করছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/