সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / আঙুলের ছাপের মতো দ্বীপ

আঙুলের ছাপের মতো দ্বীপ

পৃথিবীর অন্যতম দ্বীপ রাষ্ট্র ক্রোয়েশিয়া। অ্যাড্রিয়াটিক সাগর বেষ্টিত এই দেশের ২৫০টি দ্বীপকে একত্রে বলা হয় সিবেনিক পর্বতমালা। এর মধ্যে ডালমাটিয়ান উপকূলে অবস্থিত বালজেনাক দ্বীপ। ডিম্বাকৃতির এই দ্বীপটি বিমান থেকে অবিকল আঙুলের ছাপের মতো দেখায়। আর সেখানকার নীচু পাথরের দীর্ঘ সারিকে দেখায় আঙুলের ত্বকের রেখার মতো।

ক্রোয়েশিয়া এবং এর পার্শ্ববর্তী পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ যেমন: আয়ার‌ল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড প্রভৃতির উপকূলবর্তী সীমানাও শুষ্ক পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। কিন্তু ক্রোয়েশিয়ার বালজেনাক দ্বীপের দেয়ালগুলো একটু ভিন্ন। শত শত বছর আগে নির্মিত এই দেয়াল তৈরি করা হয়েছে কোনো ধরনের সিমেন্ট, বালু কিংবা অন্য কোনো মিশ্রণ ছাড়াই। নির্মাণকারীরা অত্যন্ত দক্ষতার সাথে পাথরগুলো বাছাই করেছেন এবং একটির সঙ্গে আরেকটি স্থাপন করেছেন।

দ্বীপের সমতল অংশগুলো এই দেয়াল দ্বারা একটি থেকে অন্যটি আলাদা করা হয়েছে। সেখানকার মাটি বা জমিকে চাষযোগ্য করতেই এই ব্যবস্থা। ১.৪ স্কয়ার কিলোমিটারের এই দ্বীপে দেয়াল টানা হয়েছে দীর্ঘ ২৩ কিলোমিটার।

ক্রোয়েশিয়া সরকার এই দ্বীপটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রতি ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র:boichitranews24.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/