সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কেন্দ্রে বন্দুকধারীদের হামলা

আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কেন্দ্রে বন্দুকধারীদের হামলা

সংগৃহীত ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ নগরীতে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কেন্দ্রে হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা।

১৭ মে বুধবার এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আতাউল্লাহ্ খোগিয়ানি নামে দেশটির এক মুখপাত্র বলেন, আরটিএ (রেডিও টেলিভিশন আফগানিস্তান) ভবনে আজ সকালে তিন বন্দুকধারী প্রবেশ করে।

তিনি আরও বলেন, হামলাকারীদের দুজন নিহত হয়েছে এবং একজন এখনও লড়াই চালিয়ে যাচ্ছে।

আরটিএ’র এক ফটোগ্রাফার জানান, বন্দুকযুদ্ধ শুরু হওয়া মাত্রই তিনি ভবন থেকে বেরিয়ে পড়েন। তবে তার কয়েকজন সহকর্মী এখনো ভেতরে আটকা পড়ে আছেন।

এদিকে এ হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/