সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / আসছে ‘ফ্লাইং ট্যাক্সি’

আসছে ‘ফ্লাইং ট্যাক্সি’

একুশ শতকে উড়ন্ত গাড়িই হতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ। তাই হুন্দাই এর সঙ্গে হাত মিলিয়ে ‘ফ্লাইং ট্যাক্সি’ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে উবার। সম্প্রতি এস-এওয়াননামের একটি ‘কনসেপ্ট এয়ারক্রাফট’ সামনে এনেছে সংস্থাটি।

১৯৯৭ সালে মুক্তি পায় হলিউডের কল্পবিজ্ঞান ভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ফিফত এলিমেন্ট’। ছবিটির বেশ কয়েকটি দৃশ্যে দেখা যায় যে, গাড়ি আকাশে উড়ছে। মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে অবলীলায় উড়ে চলেছে অসংখ্য গাড়ি। সে সময় বড় পর্দায় ওই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ছবিটি মুক্তির পর দু’দশক পেরিয়ে গিয়েছে। দু’দশক আগে কল্পবিজ্ঞান নির্ভর ওই ছবিতে মানুষ যা দেখেছে, তা-ই এখন বিজ্ঞানের হাত ধরে বাস্তবের রূপ পেতে চলেছে। মাটি ছেড়ে এবার আকাশেই উড়বে গাড়ি।

জানা গেছে, উবার এর জন্য উড়ন্ত গাড়ি বানানোর দায়িত্ব নিয়েছে হুন্দাই। নতুন এয়ার ট্যাক্সির টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ যৌথ ভাবে করবে উবার ও হুন্দাই।প্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল নাসা।

একটি সূত্র জানিয়েছে, সর্বোচ্চ ২৯০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারবে এই ‘ফ্লাইং ট্যাক্সি’।মাটি থেকে প্রায় ২,০০০ ফুট ওপরে উড়বে এই বিশেষ উড়ন্ত গাড়ি। একটানা ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই ট্যাক্সি।

সংস্থাটির দাবি, এর ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/