সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে চড়া ডিম-মুরগির বাজার : সবজিতে অস্বস্তি

ঈদগাঁওতে চড়া ডিম-মুরগির বাজার : সবজিতে অস্বস্তি

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সপ্তাহের ব্যবধানে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রধান কাঁচাবাজারে আবারও বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। প্রতি জোড়া ডিম বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকায়। আর কেজিতে প্রায় ২৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। বাড়তি দামের জন্য কম সরবরাহ ও মুরগির খাবারের দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন তারা। তবে নিত্য প্রয়োজনীয় সবজির দাম অনেক বেশি।

সূত্র মতে, গত আগস্টের শুরু থেকেই অস্থির হয়ে ওঠে ডিম ও মুরগির বাজার। পরে অভিযানে দাম কিছুটা কমে আসে। ফের অস্থিরতা তৈরি হচ্ছে ডিম ও মুরগির দোকানগুলোতে। বর্তমানে দাম বৃদ্ধির কারনে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি জাতের মুরগি নানা দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে প্রতি ডিমের প্রতি দুই টাকা বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, লম্বা ও গোল বেগুনের কেজি ৫০ টাকা, ভেন্ডি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা ও কচুর ছরা ৫০ টাকায় বিক্রি হচ্ছে দেদারছে। অর্ধশত টাকা নিচে কোন সবজি মেলানো যাচ্ছেনা।

এক বিক্রেতা জানান, কিনতে হচ্ছে চড়া দামে, বিক্রি করবো কিভাবে। কালু নামের এক ক্রেতা বলেন, সবজির দাম আর কমলো কই। নতুন সবজিতে দাম বাড়তি। পিছিয়ে নেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও।

রিক্সা চালক তাহের জানান, সারাদিন রিক্সা চালিয়ে যা আয় করি, তা দিয়ে বর্তমানে সময়ে কষ্টকর হচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে। আয়ের সাথে ব্যয়ের সংকুলার হচ্ছেনা বলে সে হতাশ কন্ঠে জানান। নিত্যে পণ্যের বাজারে নজর দেয়ার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবানও জানান।

গ্রামীন জনপদের সাধারন ক্রেতাদের দাবী যে, এখনও সহনীয় পর্যায়ে আসেনি সবজির দর। তাই ডিম ও ব্রয়লার মুরগির বাজার স্থিতিশীল রাখতে ফের তৎপরতা বাড়ানোর দাবী জানান তারা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/