সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ঈদগাঁওতে দীর্ঘ বছর ধরে ধাত্রী সেবা দিয়ে আসছে রেহেনা : সুফল পাচ্ছে রোগীরা

ঈদগাঁওতে দীর্ঘ বছর ধরে ধাত্রী সেবা দিয়ে আসছে রেহেনা : সুফল পাচ্ছে রোগীরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ঈদগাঁওতে দীর্ঘ বছর ধরে ধাত্রী বিদ্যার চিকিৎসা সেবা দিয়ে আসছে এক পল্লী চিকিৎসক। তাঁর চিকিৎসায় সুফল পাচ্ছে বৃহত্তর এলাকার গ্রামীন জনপদের সাধারন লোকজন।

প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও বাজারস্থ চেম্বারে বা নিজ বাসাতে রেহেনা নোমান কাজল নামের এক মহিলা পল্লী চিকিৎসক বিগত দীর্ঘ বছর যাবত গর্ভবর্তী মা ও প্রসব পরর্বতী মা’দের নিরলসভাবে সেবা দিয়ে আসছে। এমনকি বৃহত্তর ঈদগাঁওর সাত ইউনিয়ন ছাড়াও দূরবর্তী চকরিয়া, ডুলাহাজারা, খুটাখালী,রামুর প্রত্যান্ত গ্রামাঞ্চলের অসহায় মা জাত রোগীদের সেবা দিতে দেখা যাচ্ছে। এ পর্যন্তও প্রসবকালীন সময়ে কোন মা মৃত্যুর মুখে পতিত হয়নি। তার ব্যবহারে মুগ্ধ দূর-দুরান্তের রোগীরা।

চিকিৎসা প্রসঙ্গে নুর নাহার নামের এক রোগী জানান, তার বোনসহ নিকটস্থ আত্বীয় স্বজনদের ডেলিভারী সফলতার সহিত সম্পন্ন করেছে।

অপরদিকে রেহেনা বেগম নামের আরেক রোগী জানান, তার তিনটি নরমাল ডেলিভারী নিশ্চিন্তে পল্লী চিকিৎসক কাজলীর কাছে ভালভাবে করতে পেরেছি।

এ বিষয়ে চিকিৎসক রেহেনা নোমান কাজলের কাছে এ প্রতিনিধি জানতে চাইলে তিনি জানান, চট্টগ্রামের রেডক্রস থেকে মিডওয়াইফারী সম্পন্ন করে, চট্টগ্রাম ডিপ্লোমা সেন্টার থেকে ডি এম এবং আর এম পি ট্রেনিং সম্পন্ন করে এ পেশায় সেবা দিয়ে যাচ্ছি অসহায় মা বোনদের।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/10/Lash-water-Rafiq-18-10-23.jpg

লামায় নদীতে নিখোঁজ অপর শিশুর লাশ উদ্ধার

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/