সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে শিক্ষক দিবস পালনে প্রস্তুতি সম্পন্ন : আহবায়ক কমিটি গঠন

ঈদগাঁওতে শিক্ষক দিবস পালনে প্রস্তুতি সম্পন্ন : আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে শিক্ষক দিবস পালনের লক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদযাপনে একটি কমিটিও গঠন করা হয়।

আজ (২৭ অক্টোবর) জেলাব্যাপী শিক্ষক দিবস উদযাপন মধ্যদিয়ে দিবসটি পালনে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়। শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনটি উদযাপনে সিদ্ধান্ত নিল। দিবসটি উদযাপনে সকল স্তরের শিক্ষকদের সমন্বয়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, ঈদগাঁও অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠান সমূহের র্যালী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঈদগাহ রশিদ আহমদ কলেজে গিয়ে শেষ হবে।

এদিকে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ২৬শে অক্টোবর দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ রাশেদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ অংশ নেন।

ঈদগাঁও অঞ্চলে শিক্ষক দিবস উদযাপনে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষকে আহবায়ক ও সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার কে কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/