সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে আলীকদমকে পরাজিত করলো মালুমঘাট

ঈদগাঁওতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে আলীকদমকে পরাজিত করলো মালুমঘাট

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

দীর্ঘ প্রতিক্ষার পর ঈদগাঁও কলেজ মাঠের বঙ্গবন্ধু স্টেডিয়াম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামের্ন্টে নক আউটের খেলা জাতীয় সংগীত আর আতশবাজির মধ্য দিয়ে অনুষ্টিত হয়।

১২ অক্টোবর বিকেলে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে টুনামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ব্যাংক, ঈদগাঁও শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম, ইসলামাবাদ যুবলীগ সভাপতি এম নাছির উদ্দিন জয়, বিএমএসএফ ঈদগাঁও থানা শাখা সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, ঈদগাঁও সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব আলম।

টুনামেন্ট পরিচালনা কমিটির ম্যাচ কো-অর্ডিনেটর ঈদগাহ আদশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ খান, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমদ কবির, সভাপতি নাদেরু জ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনর রশিদ, সাধারণ সম্পাদক সালামত উল্লাহ, প্রধান সমন্বয়ক ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা শিক্ষক আবদুস সালাম, সহ-সভাপতি আবদু শুক্কুর ও দিল মোহাম্মদ। অতিথিদেরকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

মেহেরঘোনা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত টুনামেন্টে ট্রাইব্রেকারে আলীকদমকে পরাজিত করলো মালুমঘাট। টানটান উত্তেজনা মুখর এই খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/