সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁওতে সচেতনতা সমাবেশে বক্তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনলে, জীবন বদলে যাবে….

ঈদগাঁওতে সচেতনতা সমাবেশে বক্তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনলে, জীবন বদলে যাবে….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বিভেদ নয়, ঐক্য চাই শ্লোগানে ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে রত্নগর্ভা রিজিয়া আহমেদ বিদ্যালয়ে সচেতনতা সমাবেশে বক্তারা বলেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনলে, জীবন বদলে যাবে। শিক্ষার্থীদেরকে ভাল কাজের প্রতি উৎসাহিত হওয়ার আহবান জানানো হয়। মনোবল না হারিয়ে ছাত্র-ছাত্রীদের এগিয়ে যেতে হবে শিক্ষা ক্ষেত্রে।

১৬ অক্টোবর সকাল ১১টায় ঈদগাঁও রত্নগর্ভা রিজিয়া আহমেদ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধসহ কোরআন ও নামাজ শিক্ষা চালুকরণ বিষয়ক সচেতনতা সমাবেশ ঝাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফাতেমা বেগমের সভাপতিত্বে ও ঐক্য পরিবারের এডমিন, সংবাদকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় সচেতনতা সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ব্রাকের শিক্ষা পরিচালক মীর মোহাম্মদ নোমান, ঐক্য পরিবার এডমিন শিক্ষক জামিলা আক্তার, রত্নগর্ভা স্কুল শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, শিক্ষিকা নাজিফা আকতার, ঐক্য পরিবার সদস্য বেলাল উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন।

শিক্ষক হাফেজ মাওলানা মো: আলমের কোরান তেলোয়াতের মধ্য দিয়ে উপস্থিত ছিলেন, ঐক্য পরিবারের এডমিন মোর্শেদ মাহবুব, কার্যকরী সদস্য আবদুল্লাহ মিয়াজী, আরাফাত হোসাইনও আনোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করেন- শিক্ষার্থী আফিয়া জান্নাত, উম্মে হাবিবা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/