সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড : অল্পের জন্য রক্ষা  

ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড : অল্পের জন্য রক্ষা  

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/01/Fire-Sagar-6-1-22.jpg?resize=620%2C349&ssl=1
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও স্টেশনে ঝাল বিতানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে রক্ষা পেল আশপাশের দোকানপাঠ।
জানা যায়, ৬ জানুয়ারী সকাল সাড়ে এগারটার দিকে ঈদগাঁও স্টেশনের পশ্চিমপাশ্বর্স্থ মা-বাবার দোয়া ভাতঘর ও ঝাল বিতানের গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। এতেই স্টেশনে উপস্থিত লোকজন তাৎক্ষণিক এগিয়ে এসে অগ্নিকান্ড অল্পক্ষণের মধ্যে নিয়ন্ত্ণে আনে।
অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পেয়েই রামুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে আসেন। অংশ নেন- ঈদগাঁও থানার একদল পুলিশও।
উক্ত দোকানে ক্ষয়ক্ষতি হলেও আশপাশের দোকানপাঠে ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাশের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করেছিল। সে সাথে তারা তাদের দোকানের মালামাল অন্য জায়গায় সরিয়ে নেন। এতে ভিশনের শো-রুম সহ আশপাশের ৫/৬টি দোকান অল্পের জন্য রক্ষা পেয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত বেলাল নামের এক যুবক জানান, ঝাল বিতানের গ্যাস সিলিন্ডার থেকে  অগ্নিকান্ড সংগঠিত হয়। ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/