সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওতে হাইস্কুল ও কেজিস্কুলের মধ্যকার টি-২০ ক্রিকেট প্রীতিম্যাচ শনিবার

ঈদগাঁওতে হাইস্কুল ও কেজিস্কুলের মধ্যকার টি-২০ ক্রিকেট প্রীতিম্যাচ শনিবার

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর একমাত্র অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড নভিস ইনটেগ্রিটি ফর ট্যালেন্টেড ইয়ুথ (ইউনিটি) কর্তৃক আয়োজিত জেলা সদরের ঈদগাঁওর ঐতিহ্যবাহী দু’শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মধ্যকার সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভবোধ চর্চায় প্রণোদিত করতে এ দু’ বিদ্যাপিঠ নিয়ে টি-২০ ক্রিকেট প্রীতি ম্যাচ ঈদগাহ হাইস্কুল মাঠে শনিবার গড়াতে যাচ্ছে।

এ প্রীতি ম্যাচ সফল ও স্বার্থক করার লক্ষে ইউনিটির কার্যালয়ে এক মতবিনিময় সভা ৫ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিটির অন্যতম কর্ণধার মোজাম্মেল হক, আবুল কালাম বাবুল, সালাহ উদ্দীন, দৈনিক রূপালী সৈকতের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিবেদক ও ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম. আবু হেনা সাগর, সকালের কক্সবাজারের সদর প্রতিনিধি ও সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার বাণীর প্রতিনিধি মফিজুল ইসলাম মফি, আলোকিত উখিয়ার প্রতিনিধি মিজবাহ উদ্দীনসহ ইউনিটির অপরাপর সদস্যরা।

এসময় আবুল কালাম বাবুল মতবিনিময় সভায় প্রীতি ম্যাচের বিভিন্ন উপকমিটি গঠন, ইত্যাদি খ্যাত দু’জনসহ সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে প্রায় অর্ধশতাধিকজনকে সম্মাননা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।

উক্ত দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। উদ্বোধক হিসেবে থাকবেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ কামরুল হক চৌধুরী ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল করিম মাদু।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন – ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এ.কে.এম আলমগীর, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইসলামপুর চেয়ারম্যান আবুল কালাম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল। সভাপতিত্ব করবেন – জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সোহেল জাহান চৌধুরী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/