সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঈদগাঁওর ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক’র জন্য রোগমুক্তি ও দোয়া কামনা

ঈদগাঁওর ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক’র জন্য রোগমুক্তি ও দোয়া কামনা


নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ধারাভাষ্যকার, সদর যুবলীগ ক্রীড়া সম্পাদক ও ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, সেচ্ছাসেবী সংগঠন শতদল পরিবারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের ২০০৫ সালে নিবার্চিত প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করে যাচ্ছে। মানবিক দৃষ্টিকোণ দিয়ে হলে তার পাশে দাঁড়ানোর মত কি কেউ নেই? নিজের সম্বল বলতে পিতার ভিটে জমিন ছাড়া কিছুই তার সহায় সম্বল নেই। এমতাবস্থায় নিজের সাধ্য মতো চিকিৎসা করে ব্যর্থ হওয়ার পর অনেক মহানুভব ও হৃদয়বান মানুষের দ্বারস্থ হওয়াতে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিধি বাম,একটা রোগের দীর্ঘ মেয়াদী ওষুধ খেতে খেতে আরো কয়েকটা রোগের জন্ম হয়। তার এখন হার্টের সমস্যা, কিডনির সমস্যাসহ বহু সমস্যা দেখা যাচ্ছে। পাশাপাশি ডায়াবেটিস ধরা পড়ার কারণে রোগা মাথায় বেল পড়ার কান্ড ঘটেছে। তাই অনেক হাল ছেড়ে দিয়ে সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামীনের কুদরতি হাতে ছেড়ে দিলেন তিনি। ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানায় অনেক তিক্ত বিরক্ত করে,অনেকের মনে সীমাহীন কষ্ট দিয়েছে, সবাইকে মাফ করে দেওয়ার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এফবিতে ষ্ট্রাটার্স দিলেন সাকলাইন মোস্তাক। তাঁর সাথে কথা হলে তিনি হতাশ কন্ঠে জানান,২৫ বছরের ক্রীড়া, রাজনৈতিক জগতের কোন শোভাকাংখি বিন্দুমাত্র খোঁজখবর নেয়নি।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। আমরা বিত্তশালীরা কি পারিনা যতদিন বাঁচে ততদিন তাকে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে?

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/