সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কোভিড-19 (করোনা ভাইরাস) সংক্রান্ত / ঈদগাঁওয়ে করোনাকালীন সময়ে বিভিন্ন মসজিদে সাবান বিতরণ

ঈদগাঁওয়ে করোনাকালীন সময়ে বিভিন্ন মসজিদে সাবান বিতরণ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/04/Soap-distribution-corona-Sagar-11-4-21.jpg?resize=540%2C350&ssl=1

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

করোনা ভাইরাস প্রতিরোধে মুসল্লীদের হাত ধৌত করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের বিভিন্ন জামে মসজিদে সাবান বিতরণ করা হয়েছে।

১০ এপ্রিল বিকেলে ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগরের নেতৃত্বে মসজিদগুলোতে সাবান বিতরন করা হয়। মসজিদের ইমামের হাতে সাবান গুলো তুলে দেয়া হয়।

উল্লেখ্য, চলতি করোনাকালীন লকডাউনে মাস্ক ও সাবান বিতরন কাজে ছুটে যান এই গণমাধ্যমকর্মী। বিগত বছরও ঠিক এ সময়ে ত্রান সহায়তা,সাবান ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মানুষের পাশে ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/