সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও বাজারে অগ্নি প্রতিরোধ মহড়া নিয়ে ফায়ার স্টেশন অফিসারের সাথে সাক্ষাৎ

ঈদগাঁও বাজারে অগ্নি প্রতিরোধ মহড়া নিয়ে ফায়ার স্টেশন অফিসারের সাথে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

মুজিববর্ষ উপলক্ষে ঈদগাঁও বাজারে অগ্নি প্রতিরোধ বিষয়ক মহড়া করতে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসানের সাথে এক সাক্ষাতে মিলিত হন বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটি’র কর্মীরা।

১৫ মার্চ দুপুরে চকরিয়াস্থ থানা রাস্তার মাথায় ফায়ার সার্ভিস অফিসে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটি মডারেটর আরাফাত সানী, আজীবন সদস্য এবং ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, এডমিন রিফাত।

সাক্ষাতে সেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার সোসাইটির আবেদন গ্রহণ পূর্বক খোলামেলা আলোচনায় ঈদগাঁও বাজারে মহড়া করার প্রতি আশ্বাস প্রদান করেছেন স্টেশন অফিসার। আবেদন উদ্বর্তর কর্তৃপক্ষকে অবগত করবেন বলেও জানান।

উল্লেখ্য যে, দক্ষিণ চট্রলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে ঈদগাঁও বাজারটি। এই বাজারসহ বৃহত্তর এলাকার বিভিন্ন হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসব সিলিন্ডার বিক্রির ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে সাধারণ মানুষ। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড সংগঠিত হলেই কিভাবে নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করতে হবে সেটির বিষয়েও ক্রেতা বিক্রেতাদের নুন্যতম ধারনা নেই। ফায়ার ডিফেন্সের জরুরী ভিত্তিতে মহড়ার প্রয়োজন আছে বলে মনে করে সচেতন লোকজন। বর্তমানে ঈদগাঁও বাজারসহ গ্রামগঞ্জের হরেক রকমের দোকানে গ্যাস সিলিন্ডার বিকিকিনি চলছে। দেখার যেন কেউ নেই। অন্তত দুই শতাধিকের মত দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। আইনকে তোয়াক্কা না করে সিলিন্ডার ব্যবসা চালিয়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে প্রশাসনের কঠোর নজর দারি নেই। নজরদারির অভাবে যত্রতত্র চলছে গ্যাস সিলিন্ডার বিক্রি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/