সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও বাজারে যত্রতত্রে পার্কিং : দূর্বিসহ যন্ত্রণা

ঈদগাঁও বাজারে যত্রতত্রে পার্কিং : দূর্বিসহ যন্ত্রণা

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Janjot-Sagar-29-10-21.jpg?resize=620%2C456&ssl=1

ঈদগাঁও বাজারে যত্রতত্রে পার্কিং : দূর্বিসহ যন্ত্রণা

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও বাজারে যত্রতত্র পয়েন্টে বিভিন্ন পণ‍্যবাহী গাড়ীসহ অন্যন্যা যানবাহন পার্কিং করে খামখেয়ালীভাবে। দেখার যেন কেউ নেই। এতে দূর্বিসহ যন্ত্রণায় পড়েন বাজার বাসীসহ পথচারীরা। যার কারনে নিত্যনৈমিত্তিক যানজটের কবলে বন্দি হতে হচ্ছে ব্যবসায়ীসহ সাধারন জনগণকে। তদারকির অভাবে এহেন অবস্থান সৃষ্টি।

ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বর্স্থ এলাকায় মালবাহী ট্রাক যেখানে সেখানে পার্কিং করায় সাধারন যানবাহন চলাচলে চরম দূর্ভোগে পড়ার চিত্র চোখে পড়ে।

বিশেষ করে, পণ‍্যবাহী গাড়ীর পাশাপাশি তিন চাকার যানবাহনও বাজারের নানা পয়েন্টে ইচ্ছেমত পার্কিং করায় জন ও যানচলাচলে নিদারুণ কষ্টের পাশাপাশি জনদূর্ভোগে পড়তে হচ্ছে ব্যবসায়ী, রোগী, চাকরীজিবীসহ নানা শ্রেনী পেশার মানুষকে।

সাম্প্রতিক সময়ে যত্রতত্র স্থানে রিক্সার পাশাপাশি যন্ত্রচালিত এসব লাইসেন্সবিহীন তিন চাকার যানবাহনও চলছে সমানতালে। তাতে আবার অদক্ষও আনাড়ী চালক। কোন রকম ভয়, দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া রাস্তায় দূরন্ত বেগে ছুটে যাওয়া ব্যাটারী চালিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

চালক কাসেম, নাছিরসহ কজন জানান, ঢাকা চট্টগ্রাম থেকে আসা পণ‍্যবাহী বড়বড় ট্রাক যখন তখন প্রবেশ করনে বাজারবাসীকে নিদারুণ ভোগান্তিতে পড়তে হচ্ছে। নেই কোন নিয়মনীতি।

পথচারী শামশু জানান, নানা সময়ে ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে খাদ্যবাহী বিভিন্ন গাড়ীসহ অপরাপর ছোট পরিবহন ইচ্ছেমত যেখানে সেখানে দাঁড় করে রাখার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। জনদূর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেনা বাজারে আগত লোকজন।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতির মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/