সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও মাইজ পাড়া-মেহেরঘোনা সংযোগ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

ঈদগাঁও মাইজ পাড়া-মেহেরঘোনা সংযোগ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মাইজপাড়া-মেহেরঘোনা সংযোগ সড়কে কাঠের ব্রীজটি গেল ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেসে গিয়ে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কবে হবে ব্রীজ নির্মাণ এ নিয়ে কানাঘুষা চলছে লোকজনের মাঝে।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া-মেহেরঘোনা নদীর একটি ব্রীজের অভাবে নদীর দু’পাড়ের প্রায় ১৫ হাজার মানুষের জীবন যাত্রায় নেমে এসেছে চরম দুর্ভোগ। কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়া, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, যাতায়াতসহ সকল কাজে স্থবিরতা নেমে এসেছে।

এই কাঠের ব্রীজটি পার হয়ে বৃহত্তর মাইজপাড়াসহ বৃহৎ এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের লোক জনও প্রয়োজনে নানা কাজকর্মে আসা যাওয়া করত। কিন্তু এটি পানির তোড়ে ভেসে যাওয়ায় স্থানীয়দের মরণ দশায় ভোগতে হচ্ছে বেশ কিছু দিন ধরে। দীর্ঘবছরেও পূরণ হয়নি ব্রিজ নির্মাণ দাবী। জনপ্রতিনিধি আশ্বাসের বাণী শোনালেও তা কেবল হাততালির মাঝে সীমাবদ্ধ ছিল। ফলে এ আধুনিক যুগেও উন্নয়ন হয়নি যোগাযোগ ব্যবস্থাসহ জীবনমানের।

ইউপি সদস্য বজলুর রশিদ জানান, ব্রীজ নির্মাণ না হওয়া পর্যন্ত কাঠ দিয়ে পুনরায় নির্মাণ করা হবে সাঁকোটি।

টেকসই একটি ব্রীজটি নির্মাণ করে লোকজন যাতায়াতের সুব্যবস্থা সৃষ্টি করার প্রতি সাংসাদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/