সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ ফরিদ আহামদ কলেজের নাম পরিবর্তন করে রশিদ আহমদ হচ্ছে

ঈদগাহ ফরিদ আহামদ কলেজের নাম পরিবর্তন করে রশিদ আহমদ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাহ ফরিদ আহামদ কলেজের নাম পরিবর্তন করে ঈদগাহ রশিদ আহমদ কলেজ নামকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রাশেদুল ইসলাম কর্তৃক বিগত ২৭ জানুয়ারি স্বাক্ষরিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে ০৭০.৩৫.০০১.১১/২৭/১ নম্বর স্মারকে প্রেরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রে বেসরকারি কলেজের নাম পরিবর্তন সংক্রান্ত মন্ত্রনালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত সহ নির্ধারিত ছকে প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এদিকে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবু তালেব উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন। অন্যদিকে একই পত্রে ঢাকার মহাখালী ক্রাউন বিজনেস স্টাডিজ কলেজ ও গাইবান্ধা সুন্দরগন্ঞ্জ ধর্মপুর আবদুল জব্বার কলেজের নাম পরিবর্তনের বিষয়েও ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে একই নির্দেশ দেয়া হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ২১শের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উপকূলীয় এলাকার শিক্ষাঙ্গন গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/