সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগড়ে আখের বাম্পার ফলনে খুশি চাষীরা : সরকারী সহায়তার দাবী

ঈদগড়ে আখের বাম্পার ফলনে খুশি চাষীরা : সরকারী সহায়তার দাবী

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে আখের বাম্পার ফলন হওয়ায় খুশি হয়েছেন কৃষক সমাজ। ঈদগড়ের কোনার পাড়া, ছগিরাকাটা, লেইঙ্গাপাড়া, ধুমছাকাটা, চরপাড়া, হাসনাকাটা, বউঘাট, টুঠারবিলসহ আরো বিভিন্ন এলাকায় আখ চাষ করা হয়েছে। চাষীরা নিজ খরচে এ চাষ করে থাকেন।

কিছু চাষী নিজের জমিতে, আার কিছু চাষী অন্যের জমিতে চাষ করেছেন। প্রতি বছর তারা আখ চাষ করেন। এখানকার আবহাওয়া ও জমি আখ চাষে উপযোগী হওয়ায় খুবই সুস্বাদু হয় আখগুলো। ঈদগড়সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আখগুলো বিক্রি করা হয়।

আখ চাষ করে অনেকই লাভবান হয়েছেন। আবার অনেকে দীর্ঘ বছর ধরে আখ চাষ করে থাকলেও সরকারী বা কৃষি অধিদপ্তরের তেমন কোন সহায়তা পায়নি বলে জানান চাষীরা।

লাভজনক চাষ হলেও অনেকে অর্থের অভাবে বড় করে চাষাবাদ করতে পারেনা। ফলে আয় তেমনটা পায়না।

আবার অনেকে চাষের সঠিক নিয়ম কানুনও না জানায় ক্ষেতে নানা রকম রোগ বালাই দেখা দেয়। বলতে গেলে ঈদগড়ে আখ চাষের আরো প্রচুর সম্ভাবনা রয়েছে।

চাষী নুরুল আলম, টুলো, কালোসহ আরো অনেকে জানান, প্রতি বছর তাহারা নিজ খরচে এ চাষ করে থাকেন। অনেক লাভবান হয়ে থাকেন। তবে সব কিছু নিজেদের অর্থায়নে করার কারণে লাভের অংশটা কমে যায়।

তাই সকল চাষীরা সার, কীটনাশকসহ আর্থিক সহায়তার জন্য সকরার ও সংশ্লিষ্ট কর্মকর্তার সহযোগিতা কামনা করছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/