সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফাইল ফটো

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

উখিয়ায় পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১০ টার দিকে ১৪নং হাকিমপাড়া রোহিঙ্গা শিবির থেকে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলো– উখিয়ার ১৪নং হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের ১৬নং ব্লকের আবদুস সালামের ছেলে আনোয়ার সাদেক (৭) ও তার ভাই আনোয়ার ফয়সাল (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে অন্যদিনের মতো পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া খেলার মাঠে খেলতে যায় দুই রোহিঙ্গা শিশু। এরপর সারাদিন ঘরে না ফেরায় পরিবার ও আশেরপাশের লোকজন খুঁজতে বের হয়। পরে রাত ১০ টার দিকে ওই এলাকার পাহাড়ি ঢলে ভাসমান অবস্থায় দুই শিশু মৃতদেহ পাওয়া যায়।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘পাহাড়ি ঢলে দুই রোহিঙ্গা শিশু মৃত্যুর খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উখিয়া হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই আনবিক চাকমা বলেন, ‘পাহাড়ি ঢলে সাদেক ও ফয়সাসের মৃত্যু হয়েছে; তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপরে আইনি প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/