সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / উৎসব মুখর পরিবেশে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চা, মমতা, নেতৃত্বের গুনাবলী, শৃঙ্খলা চর্চা বাড়াতে সারা দেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়। বহুল প্রত্যাশিত এ কেবিনেট নির্বাচন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলে। এই নির্বাচনকে ঘিরে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের কেবিনেট প্রার্থীদের পাশাপাশি অভিভাবকরাও নড়েচড়ে বসেছিলো। এমনকি তাদের প্রিয় সন্তানকে বিদ্যালয়ে নেতৃত্বের প্রতি আগ্রহ বাড়াতে অভিভাবকদেরকেও দৌড়ঝাপ লক্ষনীয় ছিল। এ নির্বাচন নিয়ে সপ্তাহেরও বেশী সময় ধরে প্রার্থীরা স্ব স্ব বিদ্যাপীঠে লিপলেট, পোষ্টার ও ডিজিটাল ব্যানার দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে ছিল। এমনকি প্রার্থীরা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থী ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনায় সরগরম করে তুলেছিল।

এদিকে বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষা কেন্দ্র ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচন পরিদর্শনে গেলে উৎসব মূখর পরিবেশে ভোটদানের চিত্র চোখে পড়ে।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি বকতিয়ার কামাল চৌধুরী, এসএমসি সদস্য গিয়াস উদ্দিন বাবুল, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সিনিয়র শিক্ষক মিনুন্নাহার বেগম, নাজিম উদ্দিন, হেলাল উদ্দিন, মোস্তফিজুর রহমান ও গোলাম কবির সহ আরও অনেকে। এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন নাসরিন ইশরাত, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন- সাবরিনা সাউদা নাজাত, কানিজ ফাতেমা পায়েল। এ ভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় নির্বাচনের আদলে এ কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়।

তৎমধ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস্ কেবিনেট নির্বাচনে বিজয়ীরা হলেন- আরাফাত (৬ষ্ঠ), মেহেরাজ রাফি (৬ষ্ঠ), শিরোপা দে লিমা (৭ম), ইফরাত মাহমুদ সাজেদ (৭ম), নাদিয়া (৮ম), আজিজুল রহমান (৯ম), মোহাম্মদ সোহেল (৯ম) ও মোহাম্মদ ইসমাইল (১০ম)। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে- আদিল (৬ষ্ট), জিয়া (৭ম), ফাহিম (৮ম), মাইসা (৮ম), শাকিব (৯ম), সাদিয়া (৯ম), তানিম (১০ম) ও নাবা (১০ম)।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে- অফছুরিন শহিদ এ্যালমা (৬ষ্ট), শহিদা সোলতানা স্বপ্না (৬ষ্ঠ), সুমাইয়া শাওলিয়া (৭ম), সামিহা কবির (৮ম), সিলভিয়া বিনতে ফরিদ (৮ম), জেসি মণি (৯ম), প্রেয়তী (৯ম) ও হালিমা ইসলাম (১০ম)।

পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে- দেলোয়ার হোসেন (৬ষ্ট), তাসমিন আক্তার (৬ষ্ট), রুবাইব হোসাইন (৭ম), উম্মে আক্তার বিউটি (৭ম), নুরুল কাদের (৮ম), সাইরিন সিকদার (৯ম), রহিম উল্লাহ (১০ম) ও ফারহানা আক্তার (১০ম)।

চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ে- শওকত ওসমান (৬ষ্ঠ), আরেফা আক্তার (৬ষ্ট), জেসমিন আক্তার (৭ম), মাহমুদ ইমরান (৮ম), দেলোয়ার হোসেন (৯ম), ইয়াসিন আরাফাত (৯ম), রেজাউল করিম ফারুক (১০ম) ও মনজুর আলম (১০ম) এবং

সাগরমণি উচ্চ বিদ্যালয়ে বিজয়ীরা হলেন- এনামুল হক (৬ষ্ঠ), ছৈয়দ হোসেন (৭ম), আমানুল হক (৭ম), শহিদুল ইসলাম (৮ম), আলম নুর (৯ম), তারজিনা আক্তার (৯ম), শোয়াইনুল ইসলাম (১০ম) ও মোবারক হোসেন (১০ম)।

এদিকে এ নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জোর প্রতিযোগীতা ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্গিদের মাঝে। এমনকি এ নির্বাচন নিয়ে উচ্ছ্বাস আর আনন্দে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণ। বিভিন্ন বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ীদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানান- ঈদগাহ রিপোটার্স সোসাইটি নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/