সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / এক নজরে টি ২০ বিশ্বকাপের ১৬ দল

এক নজরে টি ২০ বিশ্বকাপের ১৬ দল

Sports - T-20

  • বাংলাদেশ

মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আবু হায়দার, অল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।

  • ভারত

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, হরভাজন সিং, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, মোহাম্মদ সামি, পবন নেগি, আশিস নেহরা, হার্দিক পান্ডিয়া, আজিংকা রাহানে, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং।

  • পাকিস্তান

শহীদ আফ্রিদি (অধিনায়ক), আনোয়ার আলী, ইমাদ ওয়াসিম, খালিদ লতিফ, খুররাম মনজুর, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সামি, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, শারজিল খান, উমর আকমল, ওয়াহাব রিয়াজ।

  • অস্ট্রেলিয়া

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জশ হ্যাজলউড, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, অ্যান্ড্রু টাই, শেন ওয়াটসন, অ্যাডাম জামপা।

  • নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), টেন্ট বোল্ট, কোরি অ্যান্ডারসন, মার্টিন গাপটিল, গ্রান্ট এলিয়ট, কলিন মানরো, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, লুক রনচি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর।

  • শ্রীলংকা

লাথিস মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমান্ত চামিরা, দিনেশ চান্দিমাল, নিরোশন দিকওয়েলা, তিলকারত্নে দিলশান, রঙ্গনা হেরাথ, শেহান জয়াসুরিয়া, চামারা কাপুকেদারা, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, সচিত্রা সেনানায়েকে, দাসুন শানাকা, মিলিন্দা সিরিবর্ধনা, জেফরি ভ্যান্ডারসে।

  • ওয়েস্ট ইন্ডিজ

ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সুলেমান বেন, কার্লোস ব্রাফেট, ডুয়ানে ব্রাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, অ্যাশলি নার্স, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরম টেলর।

  • দক্ষিণ আফ্রিকা

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ক্রিস মরিস, ডেভিড মিলার, অ্যারন ফাসিঙ্গো, কাগিসো রাবাদা, রিলে রুশো, ডেল স্টেইন, ডেভিড ওয়াইস।

  • ইংল্যান্ড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, জেমস ভিনস, ডেভিড উইলি।

  • আয়ারল্যান্ড

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, টিম মারটাগ, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, অ্যান্ড্রু পয়েন্টার, স্টুয়ার্ট পয়েন্টার, বয়েড র‌্যানকিন, ম্যাক্স সরেনসেন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, ক্রেগ ইয়ং।

  • নেদারল্যান্ডস

পিটার বরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি, আহসান মালিক, মুদাসসর বুখারি, বেন কুপার, টম কুপার, ভিভিয়ান কিংমা, স্টেফান মাইবুর্গ, ম্যাক্স ও’ভয়েড, মাইকেল রিপন, পিটার সিলার, লগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গাগটেন, রোয়েলফ ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকেরেন।

  • আফগানিস্তান

আজগর স্টানিকজাই (অধিনায়ক), আমির হামজা, দৌলত জাদরান, গুলবাদিন নাইব, হামিদ হাসান, করিম সাদিক, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নুর আলী জাদরান, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ শফিক, শাপুর জাদরান, উসমান গনি।

  • স্কটল্যান্ড

প্রিস্টন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েটজার, রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জশ ডেভি, কন ডি ল্যাঙ্গে, আলাসদাইর ইভান্স, মিচেল লিয়াস্ক, ম্যাট মাচান, কালাম ম্যাকলয়েড, গাভিন মাইল, জর্জ মানসে, সুফিয়ান শরিফ, রব টেলর, মার্ক ওয়াট।

  • জিম্বাবুয়ে

হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), তেন্দাই চাতারা, চামু চিবাবা, এল্টন চিগুম্বুরা, তেন্দাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, তাওয়ান্দা সুপারিওয়া, রিচমন্ড মুতুম্বামি, তিনাশে পানইয়াংগারা, ভুসি সিবান্দা, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস, ডোনাল্ড তিরিপানো।

  • হংকং

তানউইর আফজাল (অধিনায়ক), আইজাজ খান, আনশি রথ, জেমি অ্যাটকিনসন, বাবর হায়াত, রায়ান ক্যাম্পবেল, ক্রিস্টোফার কার্টার, মার্ক চ্যাপম্যান, হাসিব আমজাদ, নাদিম আহমেদ, নিজাকাত খান, কিঞ্চিত শাহ, তানভির আহমেদ, ওয়াকাস বরকত, ওয়াকাস খান।

  • ওমান

সুলতান অহমেদ (অধিনায়ক), আমির কালিম, সুফিয়ান মেহমুদ, জিশান মাকসুদ, আমির আলী, জতিন্দার সিং, রাজেশকুমার রানপুরা, অজয় লালচেতা, জিশান সিদ্দিকি, মুনিস আনসারি, মেহরান খান, ভাইভাভ ওয়াটেগাওনকার, খাওয়ার আলী, আদনান ইলিয়াস, বিলাল খান।

সূত্র: প্রতিক্ষণডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/