সাম্প্রতিক....
Home / জাতীয় / ওবায়দুল কাদেরের বক্তব্য মিথ্যা: মির্জা ফখরুল

ওবায়দুল কাদেরের বক্তব্য মিথ্যা: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটি গঠনের জন্য বিএনপি রাষ্ট্রপতির কাছে সাবেক বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করেছে ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যকে মিথ্যা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় এ দাবি করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা (বিএনপি) নাকি বিতর্কিত বিচারপতি কে এম হাসানের নাম প্রস্তাব করে এসেছি, সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে। এটা সবৈব মিথ্যা। আর আমার প্রশ্ন তাহলে কী রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের সাহেব ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজস আছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) কী সার্চ কমিটি গঠন করবেন? এই কথার উত্তর আমরা ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে চাই।’

তিনি বলেন, ‘তাহলে কী রাষ্ট্রপতি তাদের (আওয়ামী লীগ) সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করবেন! তাই যদি হয়, তাহলে সার্চ কমিটি গঠনের প্রয়োজন নেই।’

উল্লেখ্য রোববার দুপুরে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যাকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলেন, সেই সাবেক বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটিতে রাখার জন্য নাম প্রস্তাব করেছেন। সেই হাসান সাহেব কি বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ছিলেন না? তাহলে কোনটা পক্ষ, কোনটা নিরপেক্ষ?

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/