সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কক্সবাজারে নামিবিয়া, স্কটল্যান্ড : যুব বিশ্বকাপের ব্যাট-বলের লড়াই শুরু আজ : মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

কক্সবাজারে নামিবিয়া, স্কটল্যান্ড : যুব বিশ্বকাপের ব্যাট-বলের লড়াই শুরু আজ : মুখোমুখি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

Sportsএম.আর মাহবুব; কক্সভিউ :

বছর, মাস, দিন, ঘন্টা-অপেক্ষার পালা শেষ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অনূর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট। তবে একদিন পর অর্থাৎ ২৯ জানুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট বল-এর যুদ্ধ শুরু হচ্ছে। কক্সবাজার ভেন্যুতে এদিন যুব বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে আইসিরি দু’সহযোগী দেশ স্কটল্যান্ড ও নামিবিয়া। ইতোমধ্যে দু’দলই কক্সবাজার এসে পৌঁছেছে। ডেরা গড়েছেন অভিজাত হোটেল ওশান প্যারাডাইজে।

২৬ জানুয়ারি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্র্যাক্টিস গ্রাউন্ডে স্ট্রেচিং, ফিল্ডিং করে ঘাম ঝরিয়েছেন নামিরিয়ার খেলোয়াড়রা। বিশাল সাগর-সৈকতে পা দিয়ে সোমবার স্কটল্যান্ডের খেলোয়াড়-অফিসিয়াল হয়তো কক্সবাজারের সৌন্দর্য্যই উপভোগ করেছে। অতিথি দলটি সারাটি সময় হোটেলেই কাটিয়েছেন। তবে আজ প্র্যাক্টিসে নামার কথা রয়েছে। এদিকে ২৫ জানুয়ারি যুব বিশ্বকাপের ট্রফি কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট নিয়ে নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়েছে। স্থানীয় দৈনিকসহ মিডিয়ায় বিশ্বকাপের ট্রফি প্রদর্শন ফলাও করে প্রচার হওয়ায় কক্সবাজারের হাজার হাজার ক্রিকেট ফ্যানদের মাঝে যুব বিশ্বকাপ নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে নিরাপত্তার অজুহাতে গ্যালারীতে ঢুকে খেলা দেখতে পারবে না এই খবরে হতাশ হয়েছে কক্সবাজারের ক্রিকেট ফ্যানরা। বাংলাবাজারের ক্রিকেট প্রেমিক লিটন জানান-ছোট বড় নয়, বিশ্বকাপ বিশ্বকাপই। কক্সবাজারে এতগুলো ম্যাচ হবে, অথচ মাঠে কিংবা টিভিতে দেখতে পারব না। তাহলে দর্শক বিহীন এই আয়োজনের স্বার্থকতা কোথায়।

কক্সবাজার ভেন্যুতে আটটি দলের অংশগ্রহণে সতেরটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে আজ চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ ফাইনালে নামার আগে স্বাগতিক বাংলাদেশের যুবারা রানিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাতা-কলমের হিসেবে টপ ফেভারিট বাংলাদেশ। কেননা দু’দলের ১৪ বারের মোকাবেলায় ১১ বার জয়ের হাসি হেসেছে মিরাজ বাহিনী। তবে টাইগার যুবাদের এসব হাসি তখনই স্বার্থক হবে যদি ১৪ ফেব্রুয়ারি ঢাকার ফাইনালে যুব বিশ্বকাপের ট্রফিটা মাথায় উঁচিয়ে ধরতে পারবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/