সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / কক্সবাজারে মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভা অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাঁর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিকের পাশাপাশি সরকারের প্রতিষ্ঠানগুলোকেও স্মার্ট হতে হবে। সে ক্ষেত্রে দেশের পৌরসভাগুলোকেই টেকসই নগর উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের প্রথম অংশিদার হওয়ার উপর গুরুত্বারোপ করেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার কক্সবাজারের একটি তারকামানের হোটেলের বলরুমে দেশের দুই শতাধিক মেয়রের অংশগ্রহনে অনুষ্ঠিত মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সাধারণ সভা ও টেকসই নগর উন্নয়ন বিষয়ক সিম্পোজিয়ামে তিনি এ কথা বলেন। ম্যাবের সভাপতি নীলফামারীর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ম্যাব সাধারণ সম্পাদক মাদারীপুরের মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

জসীম উদ্দিন বকুল ও রুমেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

এসময় ম্যাব উপদেষ্টা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ম্যাব সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, সিনিয়র সহ-সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বক্তব্য রাখেন।

সভায় বাংলাদেশের ৩২৯টি পৌরসভার সার্বিক কর্মকান্ডকে আরো গতিশীল করতে ঠেকসই নগর উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সুযোগ সুবিধা ও পৌরসভার বাজেট বৃদ্ধি সহ নানা বিষয়ের উপর আলোকপাত করা হয়।

এরপর কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬১ পদের মধ্যে চারটি পদে উপস্থিত কাউন্সিললরের সমর্থনে নির্বাচিত হন। অবশিষ্ট শূন্য পদ আগামী ৪০দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে তালিকা প্রকাশের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

ম্যাব এর কাউন্সিলে সকলের উপস্থিতিতে এবং সমর্থনে পূণরায় সভাপতি নির্বাচিত হন নিলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

এছাড়া সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনিকে নির্বাহী সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি পদে পূণরায় নির্বাচিত করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/