সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / কবে, কখন, কোথায় দেখা যাবে বিশ্বকাপের ট্রফি

কবে, কখন, কোথায় দেখা যাবে বিশ্বকাপের ট্রফি

বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে বাকি এখনো প্রায় ৭ মাস। এরই মধ্যে বেজে গেছে বিশ্বকাপের দামামা। আয়োজক দেশ ইংল্যান্ডে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি। উন্মাদনা ছড়িয়ে পড়ছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যেও।

এবার পালা বাংলাদেশের। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের মাতাতে ও তাদের মধ্যে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে বুধবার বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপের আগের বছর বিশ্বব্যাপী বিশ্বকাপ ট্রফির পরিভ্রমণ ঐতিহ্যের একটা অংশে পরিণত হয়েছে। সেই ঐতিহ্যের অংশ হিসেবে ১৭ অক্টোবর, বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছাবে বিশ্বকাপের সোনালি রঙের ট্রফি।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এলাকায় বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি।

কেবল ক্রিকেটাররা নন, নিজ চোখে আলো ঝলমলে ট্রফিটা দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরাও।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকবে পাঁচ দিন। এর মধ্যে ১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে ট্রফিটি।

ঢাকার পর সিলেট ও চট্টগ্রামের ভক্ত-সমর্থকরাও সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের ট্রফি নিজ চোখে দেখার। আগামী ১৯ অক্টোবর ঢাকা থেকে ট্রফি যাবে সিলেটে। সেখানে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে ট্রফিটি।

২০ অক্টোবর ট্রফি যাবে চট্টগ্রামে। সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

সূত্র:মুশাহিদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/