সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কাশ্মীরে কারফিউ জারি

কাশ্মীরে কারফিউ জারি

কারফিউ জারি করা হয়েছে কাশ্মীরে। এনডিবির অনলাইন প্রতিবেদনের এক তথ্যে জানা যায় মঙ্গলবার (৪ আগস্ট) ও আগামীকাল বুধবার (৫ আগস্ট) এই কারফিউ বহাল থাকবে।

বিশেষ সাংবিধানিক মর্যাদা রদের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তের সিদ্ধান্তের বর্ষপূর্তির প্রেক্ষাপটে এই কারফিউ জারি হলো।

শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট বলেছেন, তাদের কিছু তথ্য পেয়েছেন, ৫ আগস্টকে কালো দিবস হিসেবে পালনের পরিকল্পনা করছে বিচ্ছিন্নতাবাদী ও পাকিস্তানের মদদপুষ্ট কিছু গোষ্ঠী। এ পরিস্থিতে বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য রয়েছে সহিংস বিক্ষোভ সংঘটিত হওয়ার বিষয়ে। যার কারণে শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট পুরো কাশ্মীর উপত্যকায় কারফিউ জারির কথা জানান।

শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বলা হয়, করোনা পরিস্থিতিতে অপরিহার্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কারফিউর মধ্যেও চলাচল করতে পারবেন।

গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদি সরকার।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/