সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / কুতুবদিয়ায় তেল পড়া খেয়ে শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় তেল পড়া খেয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

কুতুবদিয়ায় কথিত “পড়া তেল” খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) উপজেলার দক্ষিণ ধূরুং দরবার রাস্তার মাথা এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ওই গ্রামের করিম উল্লাহর ৩৫ দিন বয়সের শিশু বাবু‘র সর্দি-কাশি ছিল। চকরিয়া হারবাং এলাকার জনৈক ব্যক্তি নিউমোনিয়া সহ শিশুদের বিভিন্ন অসুখে ব্যবহৃত তেলপড়া (হারবাইঙ্গা তেল) বিক্রি করতে আসে। শিশুটির মা, দাদী  এক বোতল পড়া তেল ক্রয় করে। বিক্রেতা ওই তেল শিশুর শরীরে মালিশ করতে বলে। পরে তেল শিশুর সারা শরীরে মালিশ করে দাদী সামান্য পরিমাণ তেল শিশুকে খাইয়ে দেন সর্দি ভাল হবে এ ভেবে। তবে হিতে বিপরীত হলে দ্রুত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/