সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / কুতুবদিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)’র আদেশে মায়ের কোল ফিরে পেল শিশু : আনন্দে আত্মহারা মা

কুতুবদিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)’র আদেশে মায়ের কোল ফিরে পেল শিশু : আনন্দে আত্মহারা মা

Khaleda - Rasel 5-4-2016 news 1pic

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রে সালেহীন তানভীর গাজীর বিচারীক আদেশে মায়ের কোল ফিরে পেয়েছে দশ মাস বয়সের শিশু কন্যা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও)’র চার্জ ওয়ারেন্ট পেয়ে ৪ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজীর পাড়া গ্রামের আবদু ছালামের পুত্র মোঃ ফারুকের বাড়ি থেকে কুতুবদিয়া থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। নির্বাহী ম্যাজিস্টে (ইউএনও) ফৌযদারী কার্য বিধির ১০০ ধারা মতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের মাধ্যমে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি ও এলাকার মেম্বার মুহাম্মদ ফারুক এই দু’জন সাক্ষীর উপস্থিতিতে শিশুকে “মা” খোকন আরার কোলে ফিরিয়ে দেন এবং উপযুক্ত কোন আদালত ভিন্ন কোন সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে জানিয়েছেন তিনি।

শিশু কন্যাকে ফিরিয়ে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মা খোকন আরা। সে উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজীর পাড়া গ্রামের নুর মুহাম্মদের কন্যা। খোকন আরার সাথে কথা হলে সে জানায়, যৌতুকের বলী হয়ে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে স্বামী লেমশীখালী ইউনিয়নের হাবিব হাজীর পাড়া গ্রামের আবদু ছালামের পুত্র ফারুকের ঘর ছাড়তে হয় তাকে। এরপর থেকেই দশ মাসের শিশু কন্যাকে নিয়ে পিতা নুর মুহাম্মদদের বাড়িতে বসবাস করে আসছিল সে। হঠাত্ একদিন ছলচাতুরীর মাধ্যমে শিশু কন্যাকে নিয়ে যায় তার শশুর বাড়ির লোকজন এবং শিশু কন্যাকে ফিরিয়ে দিতে অস্বীকার করলে কুতুবদিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত নালিশ করেন তিনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/