সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কেরালায় মন্দিরে আগুন, নিহত ৭৫

কেরালায় মন্দিরে আগুন, নিহত ৭৫

 Fire

ভারতের কেরালা রাজ্যের কোল্লামে একটি মন্দিরে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। রোববার ভোর রাতে মন্দিরে ধর্মীয় উত্সব উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় অগ্নিস্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে কোল্লামের পারাভুর এলাকার পুত্তিঙ্গাল মন্দিরে ধর্মীয় উত্সব উপলক্ষে আতশবাড়ি পোড়ানো হচ্ছিল। এসময় অগ্নিস্ফুলিঙ্গ আতশবাজির স্তুপের এসে পড়লে আগুন ছড়িয়ে পড়ে। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তত্পরতা চলছে। সকাল ৮ টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের থিরুভানাথাপুরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী রমেশ চেন্নিথালা এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমগুলোকে বলেন, প্রতিবছরই মন্দিরে উত্সব উপলক্ষে আতশবাজি পোড়ানো হয়। আটকেপড়াদের উদ্ধারে আমরা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সূত্র:রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/