সাম্প্রতিক....

ঘাড়ত্যাড়া জাহিদ হাসান

Zahid Hasan - Ghartera-Mojnu-

মজনু প্রচন্ড রাগী স্বভাবের। কথায় কথায় রেগে যায়। রগচটা স্বভাবের জন্য মা-বাবা, ভাই- বোন, প্রতিবেশী সবাই ভয় পায়। এই কারণে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে।

একদিন ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে যে, সত্যি সত্যি মজনুর ঘাড়টা বাঁকা হয়ে গেছে। পীর ফকির দেখিয়েও প্রতিকার পায় না। লজ্জায় সে রাস্তায় বের হতে পারে না। বোরকা পরে বের হয়। তাই মজনুর বাবা চিন্তা করে ছেলের একটা বিয়ে দিতে পরলে সম্ভবত এই সমস্যার সমাধান হবে।

তারপর গল্প মোর নেয় ভিন্ন দিকে। এমন কাহিনি নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘাড়ত্যাড়া মজনু’। লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।

নাটকে ঘাড়ত্যাড়া মজনুর চরিত্রটি রূপায়ন করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ ছাড়া আরো অভিনয় করেছেন, তানজিন তিশা, মিলন ভট্টসহ আরো অনেকে। ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত মাছরাঙা টেলিভিশনে প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

সূত্র:risingbd.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/10/Entertainment-Mozib.jpg

মুক্তির অপেক্ষায় ‘মুজিব’

  অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/