সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / ঘূর্ণিঝড় রোয়ানুর কষ্টেও জান্নাত আরা রোয়ানুর মায়ের হাসি

ঘূর্ণিঝড় রোয়ানুর কষ্টেও জান্নাত আরা রোয়ানুর মায়ের হাসি

Royano - Rasel 28-5-16 news 1pic

এম.রাসেল খাঁন জয়; কুতুবদিয়া :

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় কুতুবদিয়া দ্বীপের উত্তর ধুরুং ইউনিয়নের মনছুর আলী হাজিপাড়ার মরিয়ম বেগম (৩০)। গত বর্ষা মৌসুমে তার স্বামী দিনমজুর মিজানের পৈত্রিক ঘরবাড়ি জোয়ারের পানিতে ভেসে যায়। অনেক কষ্ট করে স্বামী/স্ত্রী মিলে গত শুস্ক মৌসুমে পূনরায় ঠাই গোজার জন্য একটি কুড়েঘর তৈরী করে। অনেক কষ্ট করে তার চোখের সামনে ঘূর্ণিঝড় রোয়ানু বয়ে গেছে। তার স্মৃতিকালের সাক্ষী হয়ে যুগের পর যুগ বহন করবে ক্ষতিগ্রস্থের চিহৃ। রোয়ানু আর পূর্ণিমার জোয়ারে ঘরবাড়ি ভেসে যাওয়ার পর দ্বীপের উত্তর ধুরুং এলাকার আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া গৃহবধু মরিয়ম বেগম (৩০)। সে ওই আশ্রয় কেন্দ্রে গত ২২মে ভোর ৫টায় কন্যা সন্তান প্রসব করে। তারা দু’জনই সুস্থ আছে। ঘরবাড়ি জোয়ারের পানির স্রোতে ভেসে গেলেও সন্তান কোলে আসায় ঘরবাড়ি মালামাল হারানোর বেদনা মনে পড়ছে না।

মরিয়মের বাবার পরিবারের সদস্যরা বলছে জামাই মিজানুর রহমান ও তার পরিবারের লোকজন মরিয়মের পরপর দুটি কন্যা সন্তান হওয়াতে তারা একটু অসন্তুষ্টি। কিন্তু মরিয়মের মা নাতনি পেয়ে অত্যন্ত খুশি। মরিয়মের দু’বছরের কন্যা ইসরাত জাহান নামের আরো একজন কন্যা সন্তান রয়েছে। ২২ মে দুপুরে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে আশ্রয় কেন্দ্র থেকে ছবিটি ক্যামেরা বন্দি করা হয়। এসময় নানী ফাতেমা বেগম নাতনির নাম রেখেছে জান্নাত আরা রোয়ানু।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/