সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষের প্রথমদিন থেকে বই বিতরণ উত্সব

চকরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষের প্রথমদিন থেকে বই বিতরণ উত্সব

Book Chakaria 02.01.16মুকুল কান্তি দাশ, চকরিয়া:

চকরিয়ার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টানে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ উৎসব চলছে। সরকার সঠিক সময়ে বিনামূল্যে পাঠ্য বই পাটিয়ে দেয়ায় নববর্ষের প্রথমদিন থেকেই এই উপজেলায় বই বিতরণ শুরু হয়। শুক্রবার প্রথমদিন থাকলেও সরকারী নির্দেশে বই বিতরণ করে স্কুল-মাদ্রাসা কর্তৃপক্ষ।শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে হাতে বই পাওয়ার পর আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। এমনই দৃশ্য দেখা যায় চকরিয়ার সরকারী বালক বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, ডুলাহাজারা বহুমূখী উচ্চ বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, কোরক বিদ্যাপীঠ, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলসহ দু’শতাধিক মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্টানে।

ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ মীরজাদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল হোছাইন, বিশেষ অতিথি ছিলেন ডুলাহাজারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউ,পি সদস্য মুজিবুল হক বুলু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল হক, সোলাইমান মেম্বার, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রিনা আক্তার, জাহাঙ্গীর আলম ও ছৈয়দ নুর।

আরো বক্তব্য রাখেন- ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রহিম উদ্দিন ছোটন, সিনিয়র শিক্ষক মোঃ শাহ্ জাহান, সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও সিনিয়র শিক্ষক রাহেনা আক্তার। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান। অনুষ্টান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা কুতুব উদ্দিন এবং গীতাপাঠ করেন মাস্টার বিজয় কুমার সুশীল। অপরদিকে শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর হাতে বই তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুদ্দিন চৌধুরী মোহাম্মদ খালেদ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/