সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ায় পৌরসভায় দুটি নির্বাচনী ক্যাম্প করায় কাউন্সিলর প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

চকরিয়ায় পৌরসভায় দুটি নির্বাচনী ক্যাম্প করায় কাউন্সিলর প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

Mamla - 3মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনকে (পাঞ্জাবী প্রতিক) ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওয়ার্ডে দুটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে এই অর্থদন্ড দেয়া হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী তপন কান্তি পাল জানান, সন্ধ্যায় পৌরসভার ৮নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খান অভিযানে ছিলেন।

এসময় এক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করার নিয়ম থাকলেও তার অমান্য করে দুটি ক্যাম্প করায় পাঞ্জাবী প্রতিক নিয়ে ৮নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আবুল হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এসময় বন্ধ করে দেয়া হয় একটি ক্যাম্প।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/